পঞ্চগড় জেলা ছাত্রলীগ কমিটির মেয়াদ শেষ হয়েছে দুই বছর আগে। কেন্দ্রীয় নেতাদের বহিষ্কারের কারণে ২০১৮ সালে সম্মেলন হওয়ার কথা থাকলেও তা হয়নি। সর্বশেষ ২০১৯ সালের সেপ্টেম্বরে সম্মেলনের তারিখ ঘোষণা করা হলেও শেষ পর্যন্ত সম্মেলন হয়নি। এরপর কোভিড-১৯ এর ফলে সম্মেলন স্থগিত করা হয়। বর্তমানে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়েই চলছে ছাত্রলীগ। এতে স্থবির হয়ে পড়েছে ছাত্রলীগের কার্যক্রম।
অন্যদিকে অধিকাংশ নেতাকর্মীর ছাত্রত্ব শেষ হয়ে গেছে। অনেকে বিয়ে করে সংসার করছেন। অনেকে সরকারি চাকরি করছেন। তারা আর ঠিক মতো সময় দিতে পারছেন না দলে। এমন সব তথ্য দিয়ে সম্প্রতি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির কাছে চিঠিও দিয়েছেন সম্মেলন প্রত্যাশী নেতাকর্মীরা। তারা চান, দ্রুত সম্মেলন দিয়ে ছাত্রলীগের গতি ফিরিয়ে আনা হোক।
জেলা কমিটির কৃষি বিষয়ক সম্পাদক একরামুল ইসলাম জানান, বর্তমানে ১৫১ জনের কমিটিতে ৬৪ জনই বিবাহিত। ৮ জন সরকারি চাকরি করছেন। কমিটির অনেকেই বিবাহিত হওয়ায় ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। যারা নেতৃত্বে আসার জন্য কাজ করছে তাদেরও বয়স পার হয়ে যাচ্ছে। তাই অচিরেই সম্মেলন দরকার।
জেলা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান আকতার জানান, কতজন বিয়ে করেছেন এখনই ঠিক বলা যাবে না। করোনাভাইরাসের সংক্রমণের কারণে সম্মেলন হয়নি। কয়েকটি উপজেলা কমিটি হয়ে গেছে। কেন্দ্রীয় নির্দেশনা পেলে আমরা সম্মেলনের প্রস্তুতি নেবো।