ভোট দেয়ার সময় ট্রাম্পের পাশে ছিলেন না মেলানিয়া

ভোট দেয়ার সময়  ট্রাম্পের পাশে ছিলেন না মেলানিয়া

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণের দিন আগামী ৩ নভেম্বর। আগাম ভোট দেওয়ার সুযোগ থাকায় এবার প্রচুর সংখ্যক ভোটার মার্কিন নির্বাচনে অংশ নিয়েছে। এর মধ্যে শনিবার ফ্লোরিডায় আগাম ভোট দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভোট দেওয়া সময় তার সঙ্গে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে দেখা যায়নি।

মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএন জানিয়েছে, আগাম ভোট দেবেন না মেলানিয়া ট্রাম্প। আগামী ৩ নভেম্বর তিনি ভোট দেবেন।

এদিকে ভোট দেয়ার পর ট্রাম্প প্রকাশ্যে জানিয়ে দেন, ‘ডোনাল্ড ট্রাম্প নামের একজনকে ভোট দিয়েছি। ’

মার্কিন সংবাদ মাধ্যমগুলোর সূত্রে জানা যায়, শুক্রবার পর্যন্ত ভোট দিয়েছে পাঁচ কোটি ৩৫ লাখের বেশি ভোটার। এদিকে করোনা ভাইরাসের বাড়বাড়ন্তের মধ্যেও নির্বাচনী প্রচারণা আরও জোরদার করেছেন প্রধান দুই প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন।

মূলত করোনা মহামারীতে নির্বাচনের দিনে ভিড় এড়াতেই অনেক মার্কিন নাগরিক আগাম ভোটে উৎসাহী হয়েছেন বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

রেড ক্রিসেন্টের নতুন চেয়ারম্যান অধ্যাপক উবায়দুল কবীর চৌধুরী

পুঁজিবাজারে সূচকের বড় পতন