আফগান বিশেষ বাহিনীর অভিযানে আল কায়েদার শীর্ষ নেতা নিহত

আফগান বিশেষ বাহিনীর অভিযানে আল কায়েদার শীর্ষ নেতা নিহত

আফগানিস্তানের গজনি প্রদেশে আফগান বিশেষ বাহিনীর অভিযানে নিহত হয়েছেন আল কায়েদার শীর্ষ নেতা আবু মুহসিন আল মাসরি। শনিবার রাতে এক ‍টুইটে এমনটি জানিয়েছে আফগানিস্তানের ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটি (এনডিএস) ।

নিহত আবু মুহসিন আল মাসরি মিশরের নাগরিক। তিনি হুসাম আব্দ আল রউফ নামও ব্যবহার করতেন। ধারণা করা হয়, আল মাসরি আল কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখার সেকেন্ড-ইন-কমান্ড ছিলেন।

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই’র মোস্ট ওয়ান্টেড তালিকাতেও আল মাসরির নাম ছিলো।

আফগানিস্তানে এখন ২০০ জনেরও কম আল কায়েদা জঙ্গি তৎপর আছে বলে গত মাসে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি