বরিশাল প্রতিনিধি
বরিশালের আঞ্চলিক সংবাদপত্র ও সাংবাদিকদের কার্যকর মানোন্নয়নে গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল প্রকাশক ও সম্পাদক পরিষদ গতকাল শনিবার বেলা ১১টায় নগরীর সদর রোডের বিডিএস মিলনায়তনে এই গোলটেবিল আলোচনার আয়োজন করে। বরিশাল প্রকাশক ও সম্পাদক পরিষদের সভাপতি কাজী আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক কাজী মিরাজের সঞ্চালনায় আলোচনা সভায় বরিশালের সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট, বিভিন্ন জাতীয় দৈনিক ও টেলিভিশন চ্যানেলে কর্মরত সাংবাদিক এবং নতুন প্রজন্মের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট তপন চক্রবর্তী, অ্যাডভোকেট এসএম ইকবাল, অ্যাডভোকেট ইসমাইল হোসেন নেগাবান মন্টু, নুরুল আলম ফরিদ, সৈয়দ দুলাল, শাহীনা আজমিন, মনিরুল আলম স্বপন, মুরাদ আহমেদ, গোপাল সরকার, ফিরদাউস সোহাগ, রাহাত খান, রফিকুল ইসলাম, কাওছার হোসেন রানা, অপূর্ব অপু, শাহীন হাফিজ এবং এমএম জসিম উদ্দিনসহ অন্যান্যরা গুরুত্বপূর্ণ পরামর্শমূলক দিকনির্দেশনা দেন। আঞ্চলিক সংবাদপত্র ও এর সাথে জড়িত সাংবাদিকদের মনোন্নয়নে নানা দিকনির্দেশনা দেন তারা। নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য বিভিন্ন বিষয় ভিত্তিক প্রশিক্ষনের আয়োজন ও দলাদলী বন্ধ করার তাগিদ দেন তারা। একই সাথে জনবান্ধব সংবাদপত্র ও সাংবাদিক হওয়ার জন্য সমাজের নানা অসঙ্গতি, অনিয়ম, দুর্নীতি, উদ্ভাবন-আবিস্কার সহ জনদুর্ভোগ সৃষ্টিকারী বিষয়গুলো পত্রিকার পাতায় তুলে আনার জন্য সংশ্লিস্টদের পরামর্শ দেন সিনিয়র সাংবাদিকরা।