উত্তাল ফ্রান্স! শিক্ষকের সমর্থনে, রক্তপাতের প্রতিবাদে বিশাল সমাবেশ

উত্তাল ফ্রান্স! শিক্ষকের সমর্থনে, রক্তপাতের প্রতিবাদে বিশাল সমাবেশ

ছুরি হামলার শিকার হয়ে এক শিক্ষকের মৃত্যুর পর উত্তাল ফ্রান্স। দেশজুড়ে শিক্ষকদের সমর্থনে, রক্তপাতের প্রতিবাদে এবং মত প্রকাশের স্বাধীনতার সুরক্ষায় সমাবেশ করেছে হাজার হাজার মানুষ। রবিবার রাজধানী প্যারিস থেকে লিওঁ, মার্সেই এবং লিল নগরী পর্যন্ত বিশাল সমাবেশ করেছে তারা।

প্যারিসের সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্স ও শিক্ষামন্ত্রীসহ অন্যান্য রাজনীতিবিদরাও। গত শুক্রবার ৪৭ বছর বয়সী স্কুল শিক্ষক সেমুয়েল প্যাটিকে প্রকাশ্য গলা কেটে হত্যা করে ৮ বছর বয়সী এক চেচেন বংশোদ্ভূত তরুণ। পরে পুলিশের গুলিতে নিহত হয় হামলাকারী।

Leave a reply

Minimum length: 20 characters :: 99 characters remaining

More News...

বীরগঞ্জে শিশু সন্তানকে নিয়ে ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে মা-মেয়ের মৃত্যু

দালালমুক্তসহ মাদক নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করায় বিপাকে রাজৈর থানার ওসি