কেন্দ্রের বাহিরে কর্মীদের ভিড় ঢাকা-৫ উপ-নির্বাচন : ভোটার উপস্থিতি ‘নেই’ বললেই চলে

কেন্দ্রের বাহিরে কর্মীদের ভিড় ঢাকা-৫ উপ-নির্বাচন : ভোটার উপস্থিতি ‘নেই’ বললেই চলে

ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। সকাল ৯টায় এই ভোট শুরু হয়। তবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বেশিরভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল খুবই কম। কিছু কেন্দ্রে ভোটার নেই বললেই চলে। নির্বাচনী দায়িত্ব পালনকারীদের অলস সময় পার করতে দেখা গেছে এসব কেন্দ্রে।

শনিবার দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, ডগাইর দারুচ্ছুন্নাত ফাযিল মাদ্রাসা, মেট্রোপলিটন ক্রিয়েটিভ স্কুল অ্যান্ড কলেজসহ একাধিক কেন্দ্র ঘুরে দেখা গেছে এমন চিত্র।

সরেজমিনে দেখা যায়, কেন্দ্রে কেন্দ্র ভোটারের উপস্থিতি একেবারেই কম। তবে কেন্দ্রগুলোর বাহিরে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর নেতাকর্মীদের ভিড় দেখা গেছে।

 

দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দিয়ে বের হয়ে আসার পর এক ভোটার বলেন, ভেবেছিলাম ভোটার উপস্থিতি হবে। কিন্তু চিত্র উল্টো কেন্দ্রে ভোটার উপস্থিতি নেই বললেই চলে।

মেট্রোপলিটন ক্রিয়েটিভ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জসিমউদ্দিন বলেন, মেট্রোপলিটন ক্রিয়েটিভ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে মোট ভোটার ২৪০০। এরমধ্যে এক ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ৩৫টি।

উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৮, ৪৯, ৫০, ৬০, ৬১, ৬২, ৬৩, ৬৪, ৬৫, ৬৬, ৬৭, ৬৮, ৬৯ ও ৭০ নম্বর ওয়ার্ড নিয়ে এ আসন গঠিত।

উপ-নির্বাচনে ভোটকেন্দ্র ১৮৭টি, ভোটকক্ষ ৮৬৪টি। এই আসনে ভোটার ৪,৭১,১২৯ জন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

হামাসের দাবি মানবে না ইসরায়েল: নেতানিয়াহু

মাদারীপুরে সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত