মিয়ানমার থেকে ১৯৫ মেট্রিক টন পিয়াজ আমদানি

মিয়ানমার থেকে ১৯৫ মেট্রিক টন পিয়াজ আমদানি

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে মিয়ানমার থেকে আমদানি করা ২৭ মেট্রিকটন ( ৫ হাজার ৮০০ বস্তা) পিয়াজ এসেছে। রবিবার তিনটি ট্রলারে এই পিয়াজ টেকনাফ স্থলবন্দর ঘাটে এসে পৌঁছায়।

কাগজপত্র জমা দিয়ে আমদানি করা এই পিয়াজগুলো খালাস শেষে ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হবে। টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মিয়ানমার থেকে পিয়াজ ভর্তি তিনটি ট্রলার এসেছে। রবিবার ১৯৫ মেট্রিক টন পিয়াজ টেকনাফ স্থলবন্দরে এসে পৌঁছায়। এসব পিয়াজ যত দ্রুত সম্ভব খালাস করে বাজারে পৌঁছানো হবে।

এর আগে সর্বশেষ চলতি মাসের (৭ অক্টোবর) ১৯ মেট্রিকটন পিয়াজ এসেছিল মিয়ানমার থেকে।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

পুঁজিবাজারে সূচকের বড় পতন

আবার কমলো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ১৩ হাজার টাকা