ফ্রেঞ্চ ওপেন দিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ওঠেন ইগা শিয়াওতেক। উঠেই বাজিমাত করলেন ১৯ বছরের পোলিশ তরুণী।
শনিবার (১০ অক্টোবর) নারী এককে রোঁলা গাঁরোর ফাইনালে চলতি বছরের অস্ট্রেলিয়ান ওপেনজয়ী সোফিয়া কেনিনকে ৬-৪ ও ৬-১ গেমে হারিয়ে ফ্রেঞ্চ ওপেন জিতেছেন শিয়াওতেক।
বিশ্ব বাছাইয়ে ৫৪তম স্থানে থেকে ফাইনাল খেলতে নামেন তিনি। এর আগে শিয়াওতেক কোনো গ্র্যান্ড স্ল্যামের সর্বোচ্চ পর্যায়ে খেলেছেন ২০১৯ উইম্বলডনে। সেবার তিনি হয়েছিলন প্রথম রানার-আপ। ফ্রেঞ্চ ওপেনের গত ৪৩ বছরের ইতিহাসে সবচেয়ে কম বয়সী অবাছাই খেলোয়াড় হিসেবে এই শিরোপায় চুমু দেন তিনি।
অন্যদিকে কেনিন কোর্টে নামেন চতুর্থ বাছাই হিসেবে। চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন জিতলেও এবার মার্কিন তরুণীকে রানার-আপ হয়ে সন্তুষ্ট থাকতে হলো।