কারাগারে কোম্পানীগঞ্জে স্বেচ্ছাসেবকলীগ নেতা

কারাগারে কোম্পানীগঞ্জে স্বেচ্ছাসেবকলীগ নেতা

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ডাকাতির মামলায় অহিদ উল্যাহ চৌধুরী দিদার (৩৩) নামে এক স্বেচ্ছাসেবকলীগ নেতাকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে নোয়াখালী বিচারিক আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

এরআগে, বুধবার সকালে উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার অহিদ উল্যাহ চৌধুরী দিদার উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাবিব উল্যাহ চৌধুরী বাড়ির শহীদ উল্যাহ চৌধুরীর ছেলে এবং বসুরহাট পৌরসভা ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের (প্রস্তাবিত) কমিটির সাধারণ সম্পাদক।

স্থানীয়রা জানায়, ২০০৭ সালের ১২ জুন উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পেশকারহাট সংলগ্ন এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে কয়েকজন ডাকাতকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। পরে গ্রেফতার ডাকাতদের ভাষ্যমতে অহিদ উল্যাহ চৌধুরী দিদারকে ওই ডাকাতির মামলায় ১২ নম্বর আসামি করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, সে ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। পুলিশ তাকে গ্রেফতার করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বেইলি রোডে আগুন: ভবনের ব্যবস্থাপকসহ চারজন রিমান্ডে

ঢাকা-৪ আসনের গেজেট প্রকাশ স্থগিত থাকবে: হাইকোর্ট