নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় নুর জাহান বেগমকে কেটে টুকরো টুকরো করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। এছাড়া খুঁজে পাওয়া গেছে তার দেহের আরও তিনটি টুকরো।
নির্মম এ হত্যাকাণ্ডে বুধবার (৭ অক্টোবর) রাতে তার ছেলে হুমায়ূন কবির বাদী হয়ে চরজব্বার থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন।
নিহত ওই নারী উপজেলার চরজব্বার ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল বারেকের স্ত্রী। তিনি আট ছেলে ও এক মেয়ের মা।
এর আগে, চরজব্বর থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য রাতে নিহতের ছেলে হুমায়ূন কবিরকে আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে মামলা দায়েরের পর তাকে ছেড়ে দেওয়া হয়।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন জানান, নিহত গৃহবধূর মরদেহের দুই টুকরো বুধবার বিকেলে বাড়ির অদূরের ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়। পরে রাতে আশপাশের ক্ষেতগুলোতে তল্লাশি চালিয়ে খণ্ডিত দু’টি পা ও বুকের অংশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পুলিশ আরও খোঁজ খবর নিচ্ছে।
উল্লেখ, বুধবার বিকেল ৫টার দিকে পুলিশ উপজেলার চরজব্বার ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের উত্তর জাহাজমারা গ্রামের প্রভিটা ফিডের পেছনের ধানক্ষেত থেকে ওই নারীর মরদেহের দু’টি অংশ উদ্ধার করা হয়।