পাকিস্তান দিলিপ কুমারের বাড়ি কিনে জাদুঘর বানাবে

পাকিস্তান দিলিপ কুমারের বাড়ি কিনে জাদুঘর বানাবে

লিউডের কিংবদন্তি অভিনেতা দিলিপ কুমার ওরফে মুহাম্মদ ইউসুফ খানের পৈত্রিক বাড়ি পাকিস্তানের পেশোয়ারে। খাইবার-পাখতুনখোয়া প্রদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে তাঁর বাড়িটি কিনে এর আদি রূপেই জাদুঘর বানিয়ে সংরক্ষণ করা হবে।

 

খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রীর তথ্য বিষয়ক বিশেষ সহকারী কামরান বাঙ্গাশ এক ভিডিও বার্তায় বলেছেন, পেশোয়ার জেলা প্রশাসন বর্ষীয়ান অভিনেতা দিলিপ কুমারের পৈত্রিক বাড়ির ওপর সেকশন চার আরোপ করেছে যার ফলে বাড়িটি কেউ ক্রয়-বিক্রয় করতে পারবেন না।

বাঙ্গাশ জানান, প্রথম পর্যায়ে বাড়িটে সরকারের পক্ষ থেকে ক্রয় করে নেওয়া হবে। এজন্য তহবিল গঠিত হয়েছে। দ্বিতীয় পর্যায়ে বাড়িটি সংস্কার করে এর মূল চেহারায় ফিরিয়ে নেওয়া হবে।

তিনি আরও বলেন, পেশোয়ার পুনর্জাগরণ প্রকল্পে দিলিপ কুমারের বাড়িটিকে জাদুঘরে রূপান্তর করে সংরক্ষণ করা হবে।

এছাড়াও আরেক কিংবদন্তি বলিউড অভিনেতা রাজ কাপুরের পৈত্রিক বাড়িটিও একইভাবে সংরক্ষণের উদ্যোগ নিয়েছে পাকিস্তান।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

তৌসিফ আর তটিনীর ‘মন দিওয়ানা’

ইরানে ইসরায়েলের হামলা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানাল সৌদি আরব