১৫.৭ মিলিয়ন ডলারে১০২ ক্যারেটের নিখুঁত হীরা বিক্রি হলো

১৫.৭ মিলিয়ন ডলারে১০২ ক্যারেটের নিখুঁত হীরা বিক্রি হলো

১৫.৭ মিলিয়ন ডলারে ১০২ ক্যারেটের বিরল সাদা বর্ণের হীরা বিক্রি হয়েছে। টেলিফোনে এক ব্যক্তি নিখুঁত সেই হীরাটি কিনে নিয়েছেন। তার পরিচয় প্রকাশ করা হয়নি।

মহামারী করোনাভাইরাসের কারণে অনলাইনে নিলামটির আয়োজন করে হংকংয়ের সোথবাই।

২০১৮ সালে কানাডার একটি খনিতে হীরাটি পাওয়া গিয়েছিল। ২৭১ ক্যারেট থেকে কেটে এটিকে ১০২ ক্যারেটের হীরায় রূপান্তরিত করা হয়।

ওই হীরার কোনো রিজার্ভ মূল্য ছিল না। ইতিহাসে এই প্রথমবারের মতো কোনো হীরা এভাবে বিক্রি করা হয়েছে।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

একদিনের ব্যবধানে স্বর্ণের দাম ফের বাড়ল

পুঁজিবাজারে সূচকের বড় পতন