তিন মাসে আয়া সোফিয়া মসজিদ পরিদর্শন ১৫ লাখ দর্শনার্থীর

তিন মাসে আয়া সোফিয়া মসজিদ পরিদর্শন ১৫ লাখ দর্শনার্থীর

তুরস্কের ঐতিহাসিক আয়া সোফিয়া মসজিদ গত তিন মাসে ১৫ লাখ দর্শনার্থী  পরিদর্শন করেছেন। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে ইস্তান্বুলের মুফতি মাহমুদ আমিন জানান, সপ্তাহের কর্মদিবসে প্রায় ১৫ হাজার এবং সাপ্তাহিক ছুটির দিনে ২৫-৩০ হাজার দর্শনার্থী আয়া সোফিয়ায় আসেন।

আয়া সোফিয়াকে প্রথমে চার্চ হিসেবে নির্মাণ করা হয়। ১৪৫৩ সালে অটোম্যানদের ইস্তানবুল জয়ের পর এটিকে মসজিদে রূপান্তরিত হয়। তখন থেকে এটি মসজিদই ছিল। ১৯৩৪ সালে এটিকে জাদুঘরে রূপান্তরিত করা হয়। চলতি বছরের ১০ জুলাই আয়া সোফিয়ার জাদুঘরের মর্যাদা বাতিল ঘোষণা করেন তুরস্কের আদালত।

রায়ে বলা হয়, এই ভবন মসজিদ ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার সম্ভাব্য বৈধ হবে না।

পরে ২৪ জুলাই জুমার নামাজ থেকে সেখানে নিয়মিত নামাজ শুরু হয়। তবে ভবনটি অমুসলিম ও বিদেশি পর্যটকদের জন্যও খোলা রাখা হয়েছে।

 

..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ইয়েমেনের বন্দনে আমিরাতের পাঠানো জাহাজ-বোঝাই অস্ত্রের চালানে সৌদির বিমান হামলা

‘সংবাদমাধ্যমের প্রতিষ্ঠান গুঁড়িয়ে দেওয়ার নিছক ঘৃণার বহিঃপ্রকাশ’: রাষ্ট্রদূত মুশফিক