ঢাকায় দেশের প্রথম ডিজিটাল রোড ক্রসিং

ঢাকায় দেশের প্রথম ডিজিটাল রোড ক্রসিং

রাজধানী ঢাকার মিরপুরে ডিজিটাল রোড ক্রসিং বসানো হয়েছে, যা বাংলাদেশে এই প্রথম। সোমবার (৫ অক্টোবর) এর কার্যক্রম চালু হয়।

ব্যস্ত রাজধানীর ব্যস্ততম পয়েন্টগুলোতে রাস্তা পার হতে গিয়ে প্রায়ই ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। প্রাণহানির পাশাপাশি এসব দুর্ঘটনা রোধে পথচারীদের জন্য বসানো হয়েছে এই ডিজিটাল রোড ক্রস।

মিরপুর-২-এ  ঢাকা কমার্স কলেজের সামনের রাস্তায় বসানো হয়েছে নতুন এই প্রযুক্তি। এই ডিজিটাল রোড ক্রসিংয়ের সহায়তায় সহজেই পারাপার হতে পারবেন পথচারীরা। এর সুইচ টিপলে রাস্তার মাঝে জ্বলে উঠবে লাল ট্রাফিক লাইট। সিগন্যাল দেখে থামবে গাড়ি।

ডিজিটাল রোডক্রসের বিশেষত্ব হলো, কোনো পথচারী রাস্তা পার হওয়ার জন্য নির্দিষ্ট সুইচে চাপ দিলে নিচ থেকে ট্রাফিক পিলার উঠে দাঁড়াবে। এই পিলারই রাস্তা রোধ করে দাঁড়াবে, ফলে থেমে যাবে গাড়ি। রাস্তা পার হওয়ার পরে স্বয়ংক্রিয়ভাবে এই পিলার আবার রাস্তার নিচে নেমে যাবে।

এর আগে উল্টোপথে যানবাহন চলাচল ঠেকাতে ঢাকার প্রতিরোধক যন্ত্র স্থাপন করা হয়েছিল। কিন্তু কিছু দিনের মধ্যেই যন্ত্রটি অচল হয়ে পড়লে সরিয়ে নেয় ট্রাফিক পুলিশ।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বছিলার আরশিনগরে রাজউকের অনুমোদনহীন সারি সারি ভবন

রাস্তা দখলের প্রতিবাদ করায় বি.এন.পি নেতা ও ব্যবসায়ীদের উপর হামলা