ঢাবিতে বিক্ষোভ ধর্ষণের বিচারের দাবিতে

ঢাবিতে বিক্ষোভ ধর্ষণের বিচারের দাবিতে

ঢাকা বিশ্ববিদ্যালয়নোয়াখালীতে গৃহবধূ নির্যাতন ও সিলেট এমসি কলেজে ধর্ষণসহ সারাদেশের নারী নির্যাতনের বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করছে বিভিন্ন ছাত্র সংগঠন।

রোববার (৫ অক্টোবর) শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধনের আয়োজন করেন সাধারণ ছাত্র অধিকার  পরিষদ।

এতে ছাত্র ইউনিয়নসহ প্রগতিশীল ছাত্র জোটের নেতাকর্মীরা যোগ দেয়।

অপরদিকে, বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য বিক্ষোভ সমাবেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এতে নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও ধর্ষণে আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা জড়িত রয়েছে বলে দাবি করেছেন তারা। একই সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমানউল্লাহ আমানের সঞ্চালনায় সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

প্রধান উপদেষ্টা বরাবর সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের স্ত্রীর খোলা চিঠি

পটুয়াখালী-৩ আসন থেকে সংসদ নির্বাচনের ঘোষণা দিলেন নুর