ঢাকা: সদ্যপ্রয়াত কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর টুইট করে শোক জানিয়েছেন।
শুক্রবার (০২ অক্টোবর) রাতে নিজের টুইট একাউন্ট থেকে বাংলায় ও ইংরেজিতে টুইট করে শোক প্রকাশ করেন তিনি।
টুইট বার্তায় মির্জা ফখরুল বলেন, কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে আমরা শোকাহত। কুয়েতের আমির, সাবাহ পরিবার ও জনগণের প্রতি বিএনপি গভীর সমবেদনা জানাচ্ছে। বাংলাদেশের সমৃদ্ধিতে সদ্যপ্রয়াত আমিরের অশেষ অবদান বাংলাদেশিরা সর্বদা মনে রাখবে।
গত বৃহস্পতিবার (০১ অক্টোবর) বিকেল ৩টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গুলশানে কুয়েত দূতাবাসে গিয়ে শোক বইতে স্বাক্ষর করে।
প্রতিনিধি দলে আরও ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও মধ্যপ্রাচ্য বিষয়ক দূত ড. এনামুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-সাবাহ ৯১ বছর বয়সে গত ২৯ সেপ্টেম্বর মারা যান।