বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত আল্লামা মাহমুদুল হাসান

বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত আল্লামা মাহমুদুল হাসান

কওমি মাদ্রাসার সবচেয়ে বড় শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হয়েছেন যাত্রাবাড়ী মাদ্রাসার প্রিন্সিপাল ও গুলশান আজাদ মসজিদের খতিব আল্লামা মাহমুদুল হাসান। এ পদে ছিলেন প্রয়াত আল্লামা শাহ আহমদ শফী।

তার মৃত্যুর কারণে নতুন ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত করা হলো। আগামী কাউন্সিল পর্যন্ত তিনি এ পদে থাকবেন। শনিবার যাত্রাবাড়ীর কাজলায় বেফাকের মজলিসে আমেলার বৈঠকে সদস্যদের প্রত্যক্ষ ভোটে তিনি ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হন।

এ বোর্ডের অধীন একটি মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা ওয়ালী উল্লাহ আরমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আমেলার বৈঠকে প্রায় ১২৫ জন সদস্য উপস্থিত ছিলেন। আল্লামা মাহমুদুল হাসান পেয়েছেন ৬৬ ভোট। হেফাজতে ইসলামের ঢাকা মহানগর সভাপতি মাওলানা নূর হোসাইন কাসেমী পেয়েছেন ৫০ ভোট। আর হেফাজতের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী পেয়েছেন ৩ ভোট।

..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

আগামী নির্বাচন যত সহজ ভাবছেন, তত সহজ নয়: তারেক রহমান

ঢাকা-৯ আসনে লড়বেন এনসিপির প্রার্থী ডা. তাসনিম জারা