আদালত অবমাননার রুল গাইবান্ধা জেলা প্রশাসকের বিরুদ্ধে

আদালত অবমাননার রুল গাইবান্ধা জেলা প্রশাসকের বিরুদ্ধে

ঢাকা: গাইবান্ধার জেলা প্রশাসকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।

বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এ রুল জারি করেন।

আদালতের আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরী, আছরারুল হক ও মো. আমিনুর রহমান চৌধুরী।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে মো. তৌফিকুল ইসলামকে শপথ পড়ানোর নির্দেশ প্রতিপালন না করায় জেলা প্রশাসকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা।

২০১৬ সালের ৩১ অক্টোবর গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ১৩ নম্বর কামারদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচনে জয়লাভ করেন মো. তৌফিকুল ইসলাম। দীর্ঘ সময় পরেও তার নামে গেজেট প্রকাশ না করায় ২০১৭ সালে হাইকোর্টে রিট আবেদন করেন তিনি।

এ রিট আবদেনে ওই বছরের ২৯ অক্টোবর হাইকোর্ট রায় দেন। রায়ে গেজেট প্রকাশ করে তার শপথের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।

হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সৈয়দ শরীফুল ইসলাম। আপিল বিভাগ তার আবেদন খারিজ করে দেন।
এরই মধ্যে তৌফিকুল ইসলামকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে ২০১৮ সালের ৩ জুলাই নির্বাচন কমিশন (ইসি) গাইবান্ধার জেলা প্রশাসককে শপথ পড়াতে নির্দেশ দেয়।

এরপরও শপথ না পড়ানোয় জেলা প্রশাসকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে হাইকোর্টে আবেদন করেন তৌফিকুল ইসলাম।
এ আবেদনের শুনানি নিয়ে আদালত রুল জারি করেছেন।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বেইলি রোডে আগুন: ভবনের ব্যবস্থাপকসহ চারজন রিমান্ডে

ঢাকা-৪ আসনের গেজেট প্রকাশ স্থগিত থাকবে: হাইকোর্ট