স্থায়ী চেয়ার-টেবিল অপসারণ বিপ্লব উদ্যানে

স্থায়ী চেয়ার-টেবিল অপসারণ বিপ্লব উদ্যানে

চট্টগ্রামনগরের ষোলশহর দুই নম্বর গেট এলাকার বিপ্লব উদ্যানের সৌন্দর্যবর্ধন কার্যক্রমের অংশ হিসেবে নির্মিত দোকানের সামনের চুক্তি বহির্ভূত স্থায়ী চেয়ার-টেবিল অপসারণ করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অপসারণ কার্যক্রম চালানো হয়।

 

একই অভিযানে এমএম আলী সড়ক ও মেহেদীবাগ সড়কের উভয় পাশের ফুটপাত অবৈধভাবে দখল করে বসা প্রায় ২০টি দোকানের মালামাল অপসারণ ও বর্ধিত অংশ উচ্ছেদ করা হয়। এ সময় অবৈধভাবে ফুটপাত দখল করে দোকানের পণ্যসামগ্রী রেখে জনদুর্ভোগ সৃষ্টির অপরাধে ৮ জনকে ৮  হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলমসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটদ্বয়কে সহায়তা দেন।

এর আগে গত ২৫ আগস্ট বিপ্লব উদ্যানের সৌন্দর্যবর্ধন কার্যক্রম পরিদর্শন ও গণশুনানিকালে চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন সৌন্দর্যবর্ধন কার্যক্রমে নির্মিত দোকানের বর্ধিত অংশ ভেঙে ফেলার এবং চুক্তি লঙ্ঘিত হওয়ায় এর সুরাহা না হওয়া পর্যন্ত দোকান বন্ধের নির্দেশ দিয়েছিলেন।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

রেড ক্রিসেন্টের নতুন চেয়ারম্যান অধ্যাপক উবায়দুল কবীর চৌধুরী

খিলগাঁও এলাকায় রাজউকের উচ্ছেদ অভিযান