বিএনপি মানবিকতাকে প্রধানমন্ত্রীর দুর্বলতা ভাবলে ভুল করবে  : ওবায়দুল কাদের

বিএনপি মানবিকতাকে প্রধানমন্ত্রীর দুর্বলতা ভাবলে ভুল করবে  : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া দুর্নীতি দায়ে দণ্ডপ্রাপ্ত আসামি। করোনা মহামারির সময়ে বাংলাদেশ আওয়ামী সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বোচ্চ মানবিকতা ও উদারতা দেখিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জামিনে মুক্তি দিয়েছেন। বিএনপি যদি এই উদারতাকে দুর্বলতা ভাবে, তবে তারা ভুল করবে

আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের সম্পাদকমণ্ডলীর সঙ্গে সহযোগী সংগঠনগুলোর বৈঠকে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সবসময় জনগণের আবেগ-ভালোবাসা ও আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করে এবং কাজকর্মে তা প্রতিফলন করে। আওয়ামী লীগ কখনো যড়যন্ত্রের রাজনীতি করে না। ষড়যন্ত্র বরদাশত করে না। বরং আওয়ামী লীগই বারবার ষড়যন্ত্রের রাজনীতির শিকার হয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ছাত্রলীগ জোর করে বিশ্ববিদ্যালয় দখলের চেষ্টা করছে: মির্জা ফখরুল

বিরোধীদলীয় নেতা-উপনেতাকে প্রধানমন্ত্রীর ঈদ ও নববর্ষের শুভেচ্ছা