দীপিকা মাদক চ্যাট গ্রুপের অ্যাডমিন

দীপিকা মাদক চ্যাট গ্রুপের অ্যাডমিন

বলিউডে ড্রাগ কেলেঙ্কারির মধ্যে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) জানাচ্ছে, ড্রাগ চ্যাট গ্রুপের অ্যাডমিন ছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তাই তাকে জেরা করবে এনসিবি।

মাদক মামলায় নাম জড়ানো পর শুক্রবার এনসিবি অফিসে হাজির হওয়ার কথা রয়েছে দীপিকার।

সম্প্রতি গোয়ায় শুটিং করতে যান দীপিকা। এরপরই ম্যানেজার কারিশ্মা প্রকাশের সঙ্গে দীপিকার মাদক চ্যাট প্রকাশ্যে আসতে শোরগোল শুরু হয়।

২০১৭ সালে এই চ্যাটেই কারিশ্মার কাছে মাদক চেয়েছিলেন দীপিকা। দীপিকার মাদক-যোগের তদন্তে এমনই দাবি এনসিবির। এ বিষয়ে তদন্ত করছে এনসিবি।

বুধবার বিকেলে সমন পাঠানো হয় দীপিকা পাড়ুকোনকে। সমন পাওয়ার পরই গোয়ার হোটেলে বসে আইনজীবীদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন দীপিকা পাড়ুকোন।

 

Leave a reply

Minimum length: 20 characters :: 99 characters remaining

More News...

তৌসিফ আর তটিনীর ‘মন দিওয়ানা’

মুখ খুললেন ‘আলো আসবেই’ গ্রুপের অ্যাডমিন শামীমা তুষ্টি