নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ২নম্বর রেলগেট এলাকায় অবস্থিত বোস কেবিনের সামনে ট্রেনের চাকা লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জ রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলওয়ের স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, চাকা লাইনচ্যুত হয়েছে এটি ঠিক করতে সারাদিন এমনকি রাতও লেগে যেতে পারে। ঢাকা থেকে গাড়ি আসবে এরপর ঠিক হবে। অনেক সময়ের ব্যাপার। তাই নারায়ণগঞ্জের সঙ্গে সাময়িক রেল যোগাযোগ বন্ধ থাকবে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।