যশোর: রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের প্রতিবাদ, লেঅফ, ছাঁটাই, চাকরিচ্যুতি বন্ধসহ বিভিন্ন দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের ব্যানারে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, পাটকল বন্ধ ও শ্রমিকদের কর্মহীন করে তাদের পরিবার এবং পাটের ওপর নির্ভরশীল পাট ও পাটজাত পণ্যের ক্ষুদ্র শিল্প, পাট চাষি ও পাট ব্যবসাসহ প্রায় কোটি জনগণের জীবন ও জীবিকাকে হুমকির মুখে ফেলা হয়েছে। যা করোনা মহামারিকালে কাম্য নয়। নেতৃবৃন্দ অবিলম্বে পাটকল বন্ধের জাতীয় ও জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার করে দক্ষ ব্যবস্থাপনায় রাষ্ট্রীয় মালিকানায় শিল্পকারখানাগুলো চালু করার দাবি জানান। একই সঙ্গে দুর্নীতি, দুঃশাসন, দুর্যোগ, মহামারি-মহাদুর্ভিক্ষের কারণে নয়াউপনিবেশিক আধাসামন্তবাদী ব্যবস্থা পরিবর্তনের জন্য জাতীয় গণতান্ত্রিক বিপ্লবের সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের যশোর জেলা শাখার সহ-সভাপতি আশিতোষ বিশ্বাসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক কামরুল হক লিপু, সাংগঠনিক সম্পাদক সমিরণ বিশ্বাস প্রমুখ।