বেনাপোল (যশোর): বেনাপোল স্থলবন্দরের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দরে আটকে থাকা পেঁয়াজের ট্রাকে পচন ধরেছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে আটকে থাকা পেঁয়াজের ট্রাকে পচন ধরার বিষয়টি জানান পেঁয়াজ আমদানিকারক খুলনার হামিদ এন্টারপ্রাইজের প্রতিনিধি সারোয়ার জনি।
তিনি বলেন, গত ১৩ সেপ্টেম্বর বিকেলে নাসিক থেকে ভারতের পেট্রাপোল বন্দরে চার ট্রাক পেঁয়াজ এসে পৌঁছায়। পরে ১৪ সেপ্টেম্বর থেকে ভারতের নিষেধাজ্ঞা কারণে এসব পেঁয়াজের ট্রাক আটকিয়ে আছে।
তিনি আরও জানান, বেনাপোল বন্দরের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দরে ও ভোমরা বন্দরের বিপরীতে ঘোচা ডাঙ্গায় তিন শতাধিকের বেশি পেঁয়াজের ট্রাক আটকে আছে। ইতোমধ্যে এসব পেঁয়াজের ট্রাকে পচন ধরেছে। তবে শনিবার (১৯ সেপ্টেম্বর) নাগাদ বেনাপোল বন্দর দিয়ে এসব আটকে থাকা পেঁয়াজ বাংলাদেশে ঢুকতে করতে পারে।