বেরিয়ে আসতে হবে ষড়যন্ত্রের জাল থেকে: মান্না

বেরিয়ে আসতে হবে ষড়যন্ত্রের জাল থেকে: মান্না

ঢাকা‘ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে রাজনৈতিক কারণে। ভারত তার নিজের স্বার্থ দেখছে, কিন্তু আমাদের দেশের সরকার দেশের স্বার্থ কতটা দেখছে? দেশের অর্থনৈতিক অবস্থা আজ খুবই খারাপ।

দেশ চালাতে এখন কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে টাকা চাওয়া হয়। সবমিলিয়ে এ সরকার ষড়যন্ত্রের সরকার। এ ষড়যন্ত্রের জাল থেকে যদি বেরিয়ে আসতে হয়, তবে জালটা ছিঁড়ে ফেলতে হবে। আমাদের মাঠে নেমে দেখে-শুনে লড়াই করতে হবে একত্রিত হয়ে। ’

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও সরকারের নতজানু পররাষ্ট্রনীতির প্রতিবাদে অনুষ্ঠিত এক মানববন্ধনে এসব কথা বলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেন, ‘যারা ক্ষমতায় আছে, মানুষ তাদের চায় না, চায়নি। তারা নিজেদের ক্ষমতায় টিকে আছে। গায়ের জোরে ক্ষমতা নিয়ে চলছেন। সুরঞ্জিত সেনগুপ্ত বেঁচে থাকতে আমায় একদিন বলেছিলেন- মান্না, এ যে এত বক্তৃতা করো, মিটিং মিছিল করো, এত কিছু করে কী হবে! আমরা ক্ষমতায় কীভাবে আছি তা তো জানো। গায়ের জোরে এগিয়ে আছি, তোমাদেরও এগোতে হলে গায়ের জোরে এগোতে হবে। ’

মান্না বলেন, ‘বাংলাদেশের মানুষ কী খিচুড়ি রান্না বা প্যাকেট করে বিতরণ করতে পারে না, যে এত টাকা খরচ করে বিদেশে যেতে হবে? চীন করোনার টিকা ফ্রিতে দিতে চাইলো, অথচ সেই টিকা ভারতের কাছ থেকে কেনার প্রস্তুতি চলছে। বাংলাদেশে করোনা পরীক্ষার জন্য নিম্ন খরচে কিট আবিষ্কার হলো, সেটা নেওয়া হলো না। করোনার চিকিৎসা তো সারা বিশ্বেই নেই, কিন্তু পরীক্ষা তো করা যেত, তাও যথাযথ হলো না, কত মানুষ মারা যাচ্ছে। এ দায় সরকারের। এজন্য তাদের ফাঁসি হওয়া উচিত। আর সরকার বলে তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। কিন্তু এখন বিভিন্ন মুক্তিযোদ্ধাদের সঙ্গে যেসব ঘটনা ঘটছে, তাতে এটা পরিলক্ষিত হয় যে, এখন সেটা নেই, এখন সেটা প্রমাণিত না। ’

বিএনপির যুগ্ম-মহাসচিব বলেন, ‘দেশে একটা অস্থির অবস্থা বিরাজ করছে। চারদিকে শুধু লুটপাট, দুর্নীতি। এ সরকার কোনো নির্দিষ্ট দেশের বন্ধু না, তারা ক্ষমতার বন্ধু। ’

মানববন্ধনে ডাকসুর নির্বাচিত ভিপি নুরুল হক নুর বলেন, ‘সীমান্তে ফেলানি হত্যার পরও বিভিন্ন হত্যাকাণ্ড ঘটছে। ফারাক্কা সমস্যা এখনো সমাধান হয়নি। আবার নতুন করে পেঁয়াজ রপ্তানি বন্ধ হলো। সরকারের পক্ষ থেকে যারা করছেন, প্রশ্ন ওঠে তারা এদেশের জনগণ নাকি ভারতের? দেশে এখন পরিবর্তন দরকার। তা না হলে এসব সমস্যার সমাধান সহজ নয়। ’

আয়োজনে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘দেশ এভাবে চলতে পারে না। ভারতকে একটা ফাইনাল ওয়ার্নিং দেওয়া দরকার। আমাদের হাতে তাদের ট্রানজিট আছে, অন্য সুযোগ-সুবিধা আছে। এগুলোও সরকারের ভাবা দরকার। আমাদের এখন উচিত সমবেতভাবে ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। ’

রণাঙ্গনে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্ম সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আলী কুলফাত। এসময় বিভিন্ন দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

প্রধান উপদেষ্টা বরাবর সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের স্ত্রীর খোলা চিঠি

পটুয়াখালী-৩ আসন থেকে সংসদ নির্বাচনের ঘোষণা দিলেন নুর