যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে যাচ্ছে হারিকেন ‘স্যালি’

যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে যাচ্ছে হারিকেন ‘স্যালি’

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে হারিকেন ‘স্যালি’। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য ফ্লোরিডা, মিসিসিপ্পি এবং আলাবামা উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে হারিকেন ‘স্যালি’। সামুদ্রিক ঝড়টি এরইমধ্যে ক্যাটাগরি-২ শক্তি সঞ্চয় করেছে।

এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, ঝড়টি স্থানীয় সময় বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রথম প্রহরে উপকূলে আঘাত হানতে পারে। এ সময় বাতাসের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার। এর প্রভাবে অন্তত ৩০ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে।

হারিকেন ‘স্যালি’ উপকূলের কাছাকাছি চলে আসায় আলাবামা ও মিসিসিপ্পি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ঝড়টি ঘণ্টায় ৬ মাইল বাতাসের বেগে উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে।

‘স্যালি’ যখন উপকূলে উঠে আসবে তখন এর মূল শক্তি টের পাওয়া যাবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টার (এনএইচসি)।

উল্লেখ্য, অটলান্টিকের নথিভুক্ত ইতিহাসে দ্বিতীয়বার একই সময়ে পাঁচটি মৌসুমি ঝড় তৈরি হচ্ছে। গত মাসে আঘাত হানা হারিকেন ‘লরা’র ক্ষয়ক্ষতি এখনও কাটিয়ে উঠতে হিমমিশ খাওয়া লুইসিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর জন বেল অ্যাডওয়ার্ড বাসিন্দাদের সতর্ক থাকতে টুইট করেছেন।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মমতার বিরুদ্ধে হাইকোর্টে অভিযোগ গৃহীত

আরও তিন অঙ্গরাজ্য ট্রাম্পের ঝুলিতে