ঢাকা: দুর্নীতির পৃথক দুটি মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা আবজাল হোসেনকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)৷
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুদকের একটি দল আবজালকে জিজ্ঞাসাবাদ করছে৷এর আগে গত ২ সেপ্টেম্বর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ জিজ্ঞাসবাদের অনুমতি দেন৷ এ বিষয়ে দুদক সচিব দিলওয়ার বখত বলেছেন, আবজালের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে৷ সেসঙ্গে আবজালের স্ত্রী রুবিনা খানমকে খোঁজা হচ্ছে। তাদের দেশ-বিদেশে আরও কত সম্পদ আছে তা জানা হবে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে আবজাল ও তার স্ত্রী রুবিনা খানমের বিরুদ্ধে ২০১৯ সালের ২৭ জুন পৃথক দুটি মামলা করে দুদক। একটি মামলায় অবৈধভাবে অর্জিত ২৬৩ কোটি ৭৬ লাখ ৮১ হাজার ১৭৫ টাকা এবং আরেকটি মামলায় আবজালের বিরুদ্ধে ২০ কোটি ৭৪ লাখ ৩২ হাজার ৩২ টাকা অর্থপাচারের অভিযোগ আনা হয়। সেসঙ্গে ৪ কোটি ৭৯ লাখ ৩৪ হাজার ৪৪৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়