এ মাসেই খুলবে জাদুঘরগুলো

এ মাসেই খুলবে জাদুঘরগুলো

ঢাকা: দীর্ঘ লকডাউনের ফলে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে থাকা দেশের সব জাদুঘর দর্শনার্থীদের জন্য বন্ধ রয়েছে। তবে দীর্ঘদিন পর সীমিত পরিসরে এ মাসেই দর্শকদের জন্য খুলে দেওয়া হচ্ছে।

জাদুঘর ভ্রমণে আগে থেকেই অনলাইনে দিতে হবে বুকিং। আর মানতে হবে স্বাস্থ্যবিধিও।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে  এ তথ্য জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ।

করোনা পরিস্থিতিতে জাদুঘরগুলো দর্শকদের জন্য সম্পূর্ণভাবে উন্মুক্ত করে দেওয়া সম্ভব নয়। তাই অনলাইন বুকিং বা টিকিট সিস্টেমের মাধ্যমে প্রতিদিন একটি নির্দিষ্ট সংখ্যক দর্শক জাদুঘর ভ্রমণ করতে পারবেন। আর প্রত্যেক দর্শনার্থীকেই মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি।

এ বিষয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, জাদুঘরগুলো আপাতত খুলবে না। এটা আমরা ভার্চ্যুয়ালি চালু করে রেখেছি। আর এরমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, আমরা খুব সীমিত পরিসরে খুলবো।

তিনি বলেন, অনলাইনে বুকিং দিয়ে তারপর আসতে হবে স্বাস্থ্যবিধি মেনে। এটা এ মাসেই। সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন সব জাদুঘরই স্বাস্থ্যবিধি মেনে এ মাস থেকেই খোলা শুরু হবে।

এ মাসেই জাদুঘরগুলো খোলার সিদ্ধান্ত হলেও এখনো ঠিক হয়নি দিন-তারিখ। এর আগে গত মার্চ মাস থেকে করোনা পরিস্থিতিতে দেওয়া লকডাউনে বন্ধ রয়েছে দেশের প্রায় সব জাদুঘর।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

জ্বালাও-পোড়াও করে সরকার পরিবর্তন করতে পারবে না বিএনপি: সালমান এফ রহমান

বাকেরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত