ঢাকা: করোনা ভাইরাসসহ সব সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে। মনে রাখতে হবে গণমানুষের দল আওয়ামী লীগকে শক্তিশালী করতে পারলে মোহাম্মদ নাসিমসহ সব নেতাকে শ্রদ্ধা জানানো হবে। এটা করতে পারলে দেশ হবে সত্যিকারের অসাম্প্রদায়িক। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের বঙ্গবন্ধু একাডেমির উদ্যোগে আয়োজিত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের স্মরণ সভায় এসব কথা বলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
তিনি বলেন, খন্দকার মোশতাক তার ক্যাবিনেটে জাতীয় নেতাদের যোগ দিতে বলেন, অনেকে যোগ দেন তবে জাতীয় চার নেতা যোগ দেননি। এ কারণে ষড়যন্ত্র করে তাদের নির্মমভাবে হত্যা করা হয়েছে। ওই চার নেতার অন্যতম একজন ছিলেন ক্যাপ্টেন মনসুর আলী, তাকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তার পুত্র মোহাম্মদ নাসিমকেও আমরা সেভাবে স্মরণ করতে চাই। তার অনেক ত্যাগ, শ্রম রয়েছে গণমানুষের এ দলটির জন্য। আমাদের ওপর মাঝে মধ্যে ঝড় আসে, তুফানের মতো বাতাসও আসে তবে ভয়ের কিছু নেই। মনে রাখতে হবে আমাদের মূল সংগঠন ততদিন থাকবে যতদিন বাংলাদেশ থাকবে। আওয়ামী লীগ নেতা ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বলরাম পোদ্দার, সিনিয়র সাংবাদিক মানিক লাল ঘোষ প্রমুখ।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।