অপহৃত ৫ ভারতীয়কে ফিরিয়ে দিয়েছে চীন

অপহৃত ৫ ভারতীয়কে ফিরিয়ে দিয়েছে চীন

অরুণাচল প্রদেশ থেকে অপহৃত ৫ যুবককে ভারতে কাছে হস্তান্তর করেছে চীনের সেনাবাহিনী। ভারতের সেনা সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, চীন নিজেদের ভূখণ্ড থেকেই ওই পাঁচ যুবককে ভারতীয় সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে ।

এর আগে শুক্রবার ভারতে কেন্দ্রীয় সংখ্যালঘু দফতরের প্রতিমন্ত্রী কিরেন রিজিজু একটি টুইট বার্তায় বলেন, চীনা সেনারা জানিয়েছে, তারা ওই পাঁচজনকে ফিরিয়ে দেবে। ভারতীয় সেনাকে এই খবর জানানো হয়েছে। আগামীকাল, ১২ সেপ্টেম্বর যে কোনও সময় এই হস্তান্তর হতে পারে।

গত ১ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিল ভারতের অরুণাচল প্রদেশের ওই পাঁচ যুবক। অরুণাচলের আপার সুবানসিরি জেলা থেকে মোট সাত জন যুবককে চীনা সেনা তুলে নিয়ে গিয়েছিল বলে অভিযোগ ওঠে। এর মধ্যে দুই জন কোনো পালিয়ে আসেন। অবশেষে গত ৮ সেপ্টেম্বর ওই পাঁচজন যে তাদের কাছেই আছে, তা স্বীকার করে নেয় চীন।

Leave a reply

Minimum length: 20 characters :: 99 characters remaining

More News...

বীরগঞ্জে শিশু সন্তানকে নিয়ে ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে মা-মেয়ের মৃত্যু

দালালমুক্তসহ মাদক নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করায় বিপাকে রাজৈর থানার ওসি