রাজধানীর কারওয়ান বাজার মাছের আড়তে অভিযান চালাচ্ছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার ভোরে এ অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
এ সময় গণমাধ্যমকে তিনি বলেন, দীর্ঘ সময় তাজা রাখতে মাছে বিভিন্ন কেমিক্যাল ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া মাছের মধ্যে ক্ষতিকর বিভিন্ন রং মেশানোর অভিযোগও রয়েছে।
জানা গেছে, অভিযানে ধরা পড়ে রূপচাঁদার নামে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পিরানহা। আর জেল ও রং মাখিয়ে ক্রেতাদের হাতে তুলে দেওয়া হচ্ছে পোয়া মাছ।
অভিযানে এসবের সঙ্গে জড়িত ৫ জনকে আটক করা হয়েছে। তাদেরকে ১ থেকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।