জনসাধারণের মধ্যে বিতরণের জন্য প্রস্তুত রুশ করোনা ভ্যাকসিন

জনসাধারণের মধ্যে বিতরণের জন্য প্রস্তুত রুশ করোনা ভ্যাকসিন

করোনা ভাইরাসের রুশ ভ্যাকসিন স্পুতনিক-৫ সাধারণ মানুষের ব্যবহারের জন্য ‘সবুজ সংকেত’ পেয়েছে এবং ইতোমধ্যে ভ্যাকসিনটির প্রথম ব্যাচ জনসাধারণের মধ্যে বিতরণের জন্য প্রস্তুত করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম আরটি এ তথ্য জানায়।

সংক্ষিপ্ত বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, মস্কোর গামালেয়া রিসার্চ ইনস্টিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি এ ভ্যাকসিনটি উদ্ভাবন করেছে। ভ্যাকসিনটির প্রয়োজনীয় ‘কোয়ালিটি টেস্ট’ সম্পন্ন হয়েছে এবং এখন সাধারণ মানুষের মধ্যে বিতরণের জন্য প্রস্তুত।

রাশিয়ার বিভিন্ন অঞ্চলে বিতরণের জন্য আরও ভ্যাকসিন উৎপাদন করা হচ্ছে বলেও জানানো হয়।

রাশিয়াই প্রথম করোনা ভাইরাসের ভ্যাকসিন উদ্ভাবন এবং অনুমোদনের আনুষ্ঠানিক ঘোষণা দেয়। দুই ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল পেরিয়ে ভ্যাকসিনটি এখন বিতরণের জন্য প্রস্তুত। তবে একাধিক বিশেষজ্ঞের অভিযোগ, ভ্যাকসিনটি বাজারজাত করতে তাড়াহুড়ো করেছে রাশিয়া।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪৮

ডেঙ্গুতে চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১২১