গ্যাসের পাইপ লাইনের সন্ধান মসজিদ গেটের সিঁড়ির নিচে

গ্যাসের পাইপ লাইনের সন্ধান মসজিদ গেটের সিঁড়ির নিচে

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার পশ্চিম তল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মসজিদের গেটের সিঁড়ির নিচে গ্যাসের পাইপ লাইনের সন্ধান পাওয়া গেছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় ৮ফুট মাটি খুঁড়ার পর ওই তিন ইঞ্চি ব্যাসের পাইপ পাওয়া যায়।

তবে এতে লিকেজ আছে কিনা এখনও বলতে পারেননি শ্রমিক ও তিতাসের কর্মকর্তারা।

তিতাসের নিয়োজিত শ্রমিকেরা বলেন,‘মসজিদের দুটি সিঁড়ি ভাঙতে হয়েছে। তারপর মাটি খুঁড়ে ওই সিঁড়ির নিচেই পাওয়া গেছে লাইনটি। সম্পূর্ণ পাইপটি বের না করা পর্যন্ত লিকেজ আছে কিনা বলা যাচ্ছে না। ’

এর আগে সোমবার সকাল ৯টা থেকে বিস্ফোরণের ঘটনায় মাটির নিচে গ্যাসের সম্ভাব্য উৎস অনুসন্ধানে শ্রমিকদের দিয়ে খোঁড়াখুঁড়ি শুরু করে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর তদন্ত কমিটি। ওই শ্রমিকেরা মসজিদের সামনে বাম দিকে, উত্তর পাশে এবং পশ্চিম পাশে ৫টি গর্ত করতে শুরু করে।

এ ঘটনায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের তদন্ত কমিটির আহ্বায়ক ঢাকা অফিসের ব্যবস্থাপনা পরিচালক (প্লানিং) আবদুল ওয়াহাব তালুকদার গণমাধ্যমকে বলেন, ‘গতকাল সন্ধ্যায় যে পাইপটির সন্ধান পাওয়া যায় তাতে দুটি লিকেজ দেখা গেছে। সম্পূর্ণ পাইপটি বের না করা পর্যন্ত আমরা কিছুই বলতে পারছি না। ’

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নারায়ণগঞ্জের উপ মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. মফিজুল ইসলাম বলেন, ‘মসজিদের সিঁড়ির নিচে পাইপ লাইন পাওয়া গেছে। লিকেজ আছে কিনা বিস্তারিত পরে জানানো হবে। সম্পূর্ণ কাজ শেষ হওয়ার পর বিস্তারিত বলা যাবে। ’

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন