ইরাকে মার্কিন রসদবাহী বহরে হামলা

ইরাকে মার্কিন রসদবাহী বহরে হামলা

ইরাকের রাজধানী বাগদাদের কাছে মার্কিন রসদবাহী আরো একটি সামরিক বহরে হামলা হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, শুধুমাত্র একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার রাতে বাগদাদের উত্তরে এ ঘটনা ঘটে। তিনদিনের মধ্যে মার্কিন বহরে এটি দ্বিতীয়দফা হামলা।

ইরাকি গণমাধ্যমের খবর অনুসারে, বাগদাদের উত্তরে আল-তাজি সড়কে মার্কিন নেতৃত্বাধীন জোটের সামরিক রসদবাহী বহর হামলার মুখে পড়ে।

ইরাকি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তাজি সামরিক ঘাঁটি থেকে বের হওয়ার পরপরই ওই বহরে বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।

দু’দিন আগে বাগদাদের উত্তর-পশ্চিমে মার্কিন নেতৃত্বাধীন জোটের একটি বহরে এ ধরনের এক হামলায় নিরাপত্তা বাহিনীর একজন সদস্য ও একজন বেসামরিক ব্যক্তি আহত হন। এসব হামলার দায়িত্ব কোনো ব্যক্তি বা গোষ্ঠী স্বীকার করছে না। এর আগেও মার্কিন সামরিক বহরে কয়েক দফা হামলা হয়েছে।

ইরাকের বেশ কয়েকটি ঘাঁটি ইরাকি নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করেছে মার্কিন বাহিনী। এসব ঘাঁটি থেকে সামরিক সরঞ্জাম ও রসদপত্র সরিয়ে নেয়ার সময় মার্কিন বহরে মাঝেমধ্যেই হামলা হচ্ছে।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ইরানে ইসরায়েলের হামলা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

মেক্সিকোতে বাস খাদে পড়ে ১৯ জন নিহত