শেষ টি-টোয়েন্টিতে নেই বাটলার

শেষ টি-টোয়েন্টিতে নেই বাটলার

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান তিন টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৫৪ বলে ৭৭ রানের অপারাজিত ইনিংস খেলে ইংল্যান্ডকে জিতিয়েছেন জস বাটলার। কিন্তু দুর্দান্ত ফর্মে থাকা এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে সিরিজের শেষ ম্যাচে পাচ্ছে না ইংলিশরা।

গত ১০ সপ্তাহ ধরে পরিবার থেকে দূরে ছিলেন বাটলার। তার জন্য ইয়ন মরগান এবং কোচ ক্রিস সিলভারউডকে বাড়ি ফেরার কথা জানান ২৯ বছর বয়সী তারকা। দ্বিতীয় ম্যাচে ইংলিশদের জয় এনে দিয়ে জৈব সুরক্ষা ভেঙে পরিবারের সঙ্গে দেখা করেন তিনি।

যার কারণে বাটলারকে ছাড়াই মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) অজিদের হোয়াইটওয়াশের পরিকল্পনা নিয়ে মাঠে নামবে মরগানের দল।

বাটলার ফের ইংলিশ শিবিরে ফিরবেন বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর)। এর একদিন পর শুক্রবার (১১ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে ওল্ড ট্রাফোর্ডে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে ইংল্যান্ড।

 

Leave a reply

Minimum length: 20 characters :: 99 characters remaining

More News...

‘মানসিক অবস্থার’ জন্য আফগানিস্তান সিরিজে খেলতে চান না সাকিব

অধিনায়কত্ব ছাড়তে চান শান্ত