কাউন্টারেও টিকিট দেবে রেলওয়ে

কাউন্টারেও টিকিট দেবে রেলওয়ে

চট্টগ্রাম: অবশেষে অনলাইনের পাশাপাশি কাউন্টারেও টিকিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে অর্ধেক টিকিট প্রতিটি কাউন্টারে দেওয়া হবে।

সোমবার (০৭ সেপ্টেম্বর) রেলওয়ের উপ-পরিচালক মো. নাহিদ হাসান খাঁন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে প্রতিটি ট্রেনে মোট আসনসংখ্যার ৫০ শতাংশ টিকিট বিক্রি হচ্ছে। এ ৫০ শতাংশের অর্ধেক অর্থাৎ ২৫ শতাংশ অনলাইনে বাকি ২৫ শতাংশ কাউন্টারে বিক্রি করা হবে। অনলাইন ও কাউন্টার থেকে টিকিট ৫ দিন আগেই নিতে হবে।

কাউন্টারে সকাল ৮টা ও অনলাইনে সকাল ৬টা থেকে টিকিট বিক্রি হবে।

রেলওয়ে পূর্বাঞ্চলে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) আনসার আলী- বলেন, ১২ সেপ্টেম্বর থেকে অনলাইনের পাশাপাশি কাউন্টারে টিকিট ইস্যু করা হবে। করোনা সংক্রমণ স্বাভাবিক না হওয়ায় এখনও দুই আসনের বিপরীকে একজন যাত্রী ভ্রমণ করতে পারবেন। পাশাপাশি স্বাস্থ্যবিধির আগের নিয়মও কার্যকর থাকবে।

করোনা ভাইরাসের কারণে গত ৩০ মে থেকে কাউন্টারে টিকিট ইস্যু বন্ধ করা হয়।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ভিসা ছাড়া ভ্রমণ করুণ ২০ দেশ

ঘরেই তৈরি করুন মশা তাড়ানোর ওষুধ