শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে চতুর্থ দিনেও ফেরি বন্ধ

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে চতুর্থ দিনেও ফেরি বন্ধ

মুন্সিগঞ্জ: পদ্মা নদীতে নাব্যতা সংকট ও প্রচণ্ড স্রোতের কারণে চতুর্থ দিনের মতো মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

এতে করে নদী পারের অপেক্ষায় প্রায় দুই শতাধিক পণ্যবাহী ট্রাক ঘাটে আটকে আছে।

এসব ট্রাক আট-দশ দিনের বেশি সময় ধরে ঘাটে অপেক্ষা করছে। চ্যানেলে নাব্যতা সংকট নিরসনের কাজ চলছে। তবে ফেরি চালু নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

রোববার (০৬ সেপ্টেম্বর) সকাল থেকে ফেরি বন্ধ থাকায় লঞ্চ ও স্পিডবোট ঘাটে যাত্রীদের বাড়তি উপস্থিতি লক্ষ্য করা গেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ ফয়সাল জানান, চারদিন ধরে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ আছে। তবে পরিক্ষামূলকভাবে ফেরি চালু হবে কি-না এ বিষয়ে এখনই সিদ্ধান্ত নেই। ঘাটে পারের অপেক্ষায় আছে প্রায় দুই শতাধিক ট্রাক ও পিকআপ ভ্যান। বহরে ১৩টি ফেরি আছে। সবাইকে অনুরোধ করা হচ্ছে এই নৌরুট এড়িয়ে চলার জন্য। চ্যানেল চলাচলের উপযোগী না হওয়া পর্যন্ত দুর্ঘটনা এড়াতে বন্ধ থাকবে ফেরি চলাচল।

বিআইডব্লিউটিএর ড্রেজিং বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সাইদুর রহমান জানান, পদ্মাসেতুর চ্যানেলে ড্রেজিং চলমান আছে। বিআইডব্লিউটিএর দুইটি ড্রেজার খননের করে যাচ্ছে। এছাড়া সেতু কর্তৃপক্ষের একটি ড্রেজার বিকেল ৪টা থেকে খনন কাজ শুরু করবে।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন