বিস্ফোরনের ঘটনায় ক্ষতিপূরণের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: ত্রাণ প্রতিমন্ত্রী

বিস্ফোরনের ঘটনায় ক্ষতিপূরণের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: ত্রাণ প্রতিমন্ত্রী

ঢাকা: নারায়ণগঞ্জের ফতুল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত ও দগ্ধদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

রোববার (৬ সেপ্টেম্বর) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ফতুল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের দেখতে এসে তিনি এ কথা জানান।

এনামুর রহমান বলেন, প্রাথমিকভাবে নিহতদের সৎকারের জন্য ২০ হাজার টাকা ও দগ্ধদের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। তবে ক্ষতিপূরণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে অামরা এ বিষয়ে সিদ্ধান্ত নেবো।

তিনি বলেন, আমাদের মন্ত্রণালয় সার্বক্ষণিক খোঁজ নিচ্ছে। দগ্ধদের চিকিৎসার জন্য ওষুধপত্রসহ সব বিষয়ে সহযোগিতা করা হচ্ছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ৯টার দিকে ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর দগ্ধ ৩৭ জনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এরমধ্যে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে। বাকি মুসল্লিদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪৮

ডেঙ্গুতে চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১২১