ঢাকা: নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা এলাকায় মসজিদে বিস্ফোরণের ঘটনার পেছনে জাতীয়-আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র কি না তা তদন্ত করে দেখার আহ্বান জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ। এ জন্য তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আর্কষণ করেন।
রোববার (৬ সেপ্টেম্বর) একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশনের শুরুর দিনে প্রয়াত সংসদ সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন ও ইসরাফিল আলমের শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।
হারুনুর রশিদ বলেন, মসজিদে বিস্ফোরণ এ প্রথম ঘটনা। সেখানে অনেক হতাহত হয়েছেন। এ ঘটনাটি কোনো জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র কি না তা তদন্ত করে দেখা দরকার। আমি সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃস্টি আকর্ষণ করছি। এ সময় প্রধানমন্ত্রী সংসদে উপস্থিত ছিলেন।
হারুন বলেন, সেনাবাহিনী ও র্যাবের বিস্ফোরণ বিশেষজ্ঞ টিম দিয়ে এ ঘটনা তদন্ত করা দরকার।
এর পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল শোকপ্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে বলেন, আমরা এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করেছি। কি জন্য বিস্ফোরণ ঘটেছে তা অবশ্যই আমরা তদন্ত করে উদঘাটন করবো।