নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় মসজিদে বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় সড়কের বেহাল দশা দেখে তিনি নিজেই সড়কটি করে দেবেন বলে জানান।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে তিনি ঘটনাস্থলে আসেন। এসময় এলাকাবাসী তাকে সড়কটির বেহাল দশা দেখিয়ে সংস্কার করে দিতে বলেন।
উত্তরে মেয়র বলেন, সড়কটি ইউনিয়ন পরিষদের, আমাদের নয়। তবুও আমরা করে দেব। আগেও আমরা করে দিয়েছি। অনেক সড়কে এমন আমাদের না হলেও আমরা কাজ করে দেই। এটিও সেভাবে করে দেব।
পরে তিনি নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
এর আগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৮ জন মারা গেছেন। দগ্ধ অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে আরও ৩৪ জন ভর্তি রয়েছেন।
চিকিৎসাধীন দগ্ধ মুসল্লিদের অবস্থা আশঙ্কাজনক।