পিএফএ’র ৬ জনের সংক্ষিপ্ত তালিকায় ৪ জন লিভারপুলের

পিএফএ’র ৬ জনের সংক্ষিপ্ত তালিকায় ৪ জন লিভারপুলের

প্রফেশনাল ফুটবলার অ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা বা প্লেয়ার অব দ্য ইয়ারের জন্য মনোনীত ছয় জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। তার মধ্যে চারজন ২০১৯/২০ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুলের।

 

গত বছর এই পুরস্কার জিতেছিলেন ভার্জিল ফন ডাইক। এবারও সংক্ষিপ্ত তালিকায় আছেন অ্যানফিল্ডের ডাচ ডিফেন্ডার। তালিকায় আছেন তার তিন অলরেড সতীর্থ জর্ডান হ্যান্ডারসন, সাদিও মানে এবং ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ড। তালিকার স্থান পাওয়া বাকি দু’জন রানার্স-আপ ম্যানচেস্টার সিটির। কেভিন ডি ব্রুইন এবং রহিম স্টার্লিং।

লিভারপুলের ইংলিশ ডিফেন্ডার আলেক্সান্দার আর্নল্ড আছেন তরুণ খেলোয়াড়দের তালিকাতেও। এছাড়া পিএফএ নারী বর্ষসেরা ফুটবলারের জন্য মনোনীত সংক্ষিপ্ত তালিকার ক্যাটাগরিতে চারজন চেলসির। দু’জন আর্সেনালের।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

‘মানসিক অবস্থার’ জন্য আফগানিস্তান সিরিজে খেলতে চান না সাকিব

অধিনায়কত্ব ছাড়তে চান শান্ত