৫০ ভাগ বেতন কমানোর দাবি অভিভাবকদের

৫০ ভাগ বেতন কমানোর দাবি অভিভাবকদের

ঢাকা: করোনাকালীন আর্থিক সংকটের কথা বিবেচনা করে টিউশন ফি অর্ধেক কমানোর দাবি জানিয়েছেন ওয়াইডব্লিউসিএ স্কুলের অভিভাবকরা।

বৃহস্পতিবার রাজধানীর গ্রিন রোডে স্কুলটির সামনে এ দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শতাধিক অভিভাবক।

সমাবেশে অভিভাবকরা বলেন, করোনা মহামারিতে দেশের অন্যান্য মানুষের মতো তারাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের অনেকেই চাকরি হারিয়েছেন। কারো মাসিক বেতন অর্ধেক পাচ্ছেন। আবার কারও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে চরম দুর্বিষহের মধ্যে দিন কাটাতে হচ্ছে। এর মধ্যে বাড়ি ভাড়া দিতে না পেরে অনেক অভিভাবক বাসা ছেড়ে দিয়ে তাদের সন্তান নিয়ে গ্রামের বাড়িতে চলে গেছেন। এ অবস্থায় স্কুলের বেতন ৫০ ভাগ কমিয়ে আনতে স্কুল কর্তৃপক্ষের মানবিক দৃষ্টি দেওয়ার অনুরোধ করেন।

স্কুলের অধ্যক্ষ ও প্রধান শিক্ষিকার কাছে অভিভাবকদের দাবি যৌক্তিকতা তুলে ধরেন।

এর আগে টিউশন ফি ৫০ ভাগ কমানোর দাবিতে গত ১২ জুলাই স্কুলের অধ্যক্ষ অনুভূতি সিনহার কাছে স্মারকলিপি দিয়েছিলেন অভিভাবকরা। ২৬ আগস্ট স্কুলের সামনে তারা মানববন্ধন কর্মসূচি পালন করে।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

২৮ এপ্রিল খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবারও ক্লাস চলবে

শিবচরে প্রথম শ্রেণীর মেধাবী ছাত্রী অদ্রিজা সাহা উপজেলা পর্যায়ে ১টি ও ইউনিয়ন পর্যায়ে ৩টি পুরস্কার লাভ