সাংবাদিককে প্রকাশ্যে গলা কেটে হত্যা

সাংবাদিককে প্রকাশ্যে গলা কেটে হত্যা

ঢাকার ধামরাই উপজেলায় কর্মরত একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক জুলহাস উদ্দিনকে (৩৫) প্রকাশ্যে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা শাহীনসহ দুই খুনি আটকের পর ধামরাই থানায় সোপর্দ করেছে।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবারিয়া গ্রামের কালী মন্দিরের পাশে এ ঘটনা ঘটে। নিহত জুলহাস উদ্দিন ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের দক্ষিণ হাতকোরা গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে।

গাঙ্গুটিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার রবিউল আওয়াল হাসু বলেন, দুপুরের দিকে তাকে প্রকাশ্যে জবাই করে পালানোর চেষ্টা করে। আহত অবস্থায় তাকে মানিকগঞ্জের সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে, সাংবাদিক জুলহাসের মৃত্যুতে ধামরাইয়ে কর্মরত সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তারা খুনিদের দ্রুত বিচার দাবি করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা।

 

Leave a reply

Minimum length: 20 characters :: 99 characters remaining

More News...

সলঙ্গায় ৪০ কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারী আটক

শিবচরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, নৌ-র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত