চট্টগ্রাম: দেশের আমদানি-রফতানির তথ্যভাণ্ডার খ্যাত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের ডাটা সেন্টারে ওরাকল আপগ্রেডেশনের কাজ শুরু হচ্ছে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায়।
পরদিন শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ১২টা পর্যন্ত অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের যাবতীয় কার্যক্রম বন্ধ থাকবে।
পূর্ণাঙ্গ কাজটি সম্পন্ন করতে প্রায় ১৮-২০ ঘণ্টা সময় লাগতে পারে।
চট্টগ্রাম কাস্টম হাউস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু বলেন, আমদানি রফতানি পণ্য চালানের অ্যাসেসমেন্ট, বিল অব এন্ট্রি, ডিউটি পেমেন্ট, বন্দর থেকে ডেলিভারি সব কাজেই অ্যাসাইকুডা ওয়ার্ল্ড ব্যবহৃত হয়। কাস্টম হাউস কর্তৃপক্ষ চিঠি দিয়ে আমাদের জানিয়েছে এনবিআরের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম আপগ্রেডেশনের সময়সূচি। ওই সময় যেহেতু কার্যক্রম বিশেষ করে রফতানি চালানের প্রক্রিয়াকরণ বন্ধ থাকবে তাই বিষয়টি আমরা সিঅ্যান্ডএফ সদস্যদের মেইল ও এসএমএস দিয়ে জানিয়ে দিয়েছি। যাতে শুক্রবার সন্ধ্যার আগেই জরুরি কাজ সেরে ফেলেন।
বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের পরিচালক খায়রুল আলম সুজন বলেন, এটি বিশ্বমানের একটি সেন্ট্রাল সিস্টেম। আপগ্রেডেশনের সময় দেশের কোনো শুল্ক স্টেশনেই কাজ হবে না। তাই বিষয়টি স্টেক হোল্ডারদের আগেভাগেই কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে। আশাকরি, কর্তৃপক্ষ দ্রুত আপগ্রেডেশন কাজ সম্পন্ন করে আমদানি-রফতানি কাজে আন্তরিক সহায়তা দেবেন।
চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার মাহবুবুর রহমান বলেন, এনবিআরের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম আপগ্রেডেশনের বিষয়টি আমদানি-রফতানি সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের জানিয়ে দেওয়া হয়েছে।