বাতিল হলো র‌্যাগ-ডে নিষিদ্ধের সিদ্ধান্ত

বাতিল হলো র‌্যাগ-ডে নিষিদ্ধের সিদ্ধান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়: বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একাডেমিক কাউন্সিলের সভায় ক্যাম্পাসে র‌্যাগ ডে নিষিদ্ধ করার সিদ্ধান্তের কথা জানালেও সেটি থেকে সরে এসেছে ঢাকা বিশ্ববিদালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে আরেকটি সংশোধিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২ সেপ্টেম্বর ২০২০. বুধবার জনসংযোগ দফতর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে ‘র‌্যাগ-ডে নিষিদ্ধ’ সংক্রান্ত তথ্যটি অসাবধানতাবশত ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে। এজন্য দুঃখিত।

মূলত একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত ছিল নিম্নরূপ: র‌্যাগ-ডে পালনের নামে ক্যাম্পাসে বা আবাসিক হলে অনাকাঙ্ক্ষিত, অমানবিক, অসৌজন্যমূলক, শৃঙ্খলা-পরিপন্থি কোনো আচরণ যাতে সংঘটিত না হয়, সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক নজর রাখার জন্য বলা হয়। ‘শিক্ষা সমাপনী’, গ্র্যাজুয়েশন উৎসব উদযাপনে অনুষ্ঠান/উৎসব/বর্ণাঢ্য র‌্যালি ইত্যাদি আয়োজনের জন্য নীতিমালা প্রণয়ন করতে হবে। এজন্য নিন্মোক্ত কমিটি গঠন করা হলো।

কমিটির সদস্যরা হলেন- প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ (আহ্বায়ক) ও প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী সদস্য সচিব। এছাড়া সদস্য হিসেবে কলা, জীববিজ্ঞান ও বিজনেস স্ট্যাডিজ অনুষদের ডিনরা রয়েছেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

পবিপ্রবিতে ইউজিসি টিমের উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ

আবু সাঈদ হত্যা মামলা: পিবিআইর কাছে আটক বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলামক