আবারও বাড়ছে যমুনার পানি

আবারও বাড়ছে যমুনার পানি

সিরাজগঞ্জটানা বর্ষণের কারণে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ ও কাজিপুর পয়েন্টে আবারও বাড়তে শুরু করেছে। এবার এ নিয়ে পঞ্চম দফায় যমুনায় পানি বাড়া শুরু হলো।

তবে এবার আশঙ্কার কোনো কারণ নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিরাজগঞ্জ।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ পয়েন্টে রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৩৯ মিটার। যা বিপৎসীমার ৯৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ১০ সেন্টিমিটার।

অপরদিকে, কাজিপুর পয়েন্টে সকালে রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৪০ মিটার। যা বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার নিচে রয়েছে। ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ৬ সেন্টিমিটার।

পাউবো সিরাজগঞ্জের উপ-বিভাগীয় প্রকৌশলী একেএম রফিকুল ইসলাম বলেন, টানা দেড় সপ্তাহেরও বেশি সময় ধরে যমুনার পানি কমছিল। তবে অতিমাত্রায় বৃষ্টির কারণে আবারও পানি বাড়ছে। এ নিয়ে আশঙ্কার কোনো কারণ নেই। সিরাজগঞ্জ পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ১০ সেন্টিমিটার বাড়লেও শেষ ১২ ঘণ্টায় বেড়েছে মাত্র ১ সেন্টিমিটার। বৃষ্টিপাত কমলেই পানি কমবে।

পাউবোর তথ্যমতে, চলতি বছরের জুনের শুরু থেকে যমুনার পানি সিরাজগঞ্জ ও কাজিপুর পয়েন্টে বাড়তে শুরু করে। ২৮ জুন উভয় পয়েন্টেই বিপৎসীমা অতিক্রম করে। এরপর ৪ জুলাই থেকে আবার কমতে শুরু করে এবং ৬ জুলাই বিপৎসীমার নিচে নেমে যায়। ৯ জুলাইয়ের পর দ্রুত বাড়তে থাকে এবং ১৩ জুলাই যমুনার পানি দ্বিতীয় দফায় বিপৎসীমা অতিক্রম করে কাজিপুর ও সিরাজগঞ্জ পয়েন্টে। টানা ২৫ দিন পর ৭ আগস্ট যমুনার পানি উভয় পয়েন্টেই বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে শুরু করে। ১১ আগস্ট পর্যন্ত কমতে থাকলেও ১২ আগস্ট থেকে আবারও পানি বাড়তে শুরু করে এখন পর্যন্তও অব্যাহত রয়েছে। ২০ আগস্ট পর্যন্ত বাড়তে থাকে এবং এক পর্যায়ে বিপৎসীমার কাছাকাছি চলে আসে। তবে ২১ আগস্ট থেকে আবারও পানি কমতে শুরু করে। টানা ১২ দিন ধরে কমার পর ০২ সেপ্টেম্বর আবারও বাড়তে শুরু করেছে।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ফ্যাসিবাদের কারখানা ছিল মাদারীপুর: নাছির উদ্দিন নাছির

মাদকের টাকার জন্য মা’কে হত্যা: নিজেই পুলিশের হাতে ধরা দিলেন ছেলে