স্বাভাবিক হয়েছে বাংলাবান্ধায় আমদানি-রফতানি কার্যক্রম 

স্বাভাবিক হয়েছে বাংলাবান্ধায় আমদানি-রফতানি কার্যক্রম 

পঞ্চগড়: ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে একদিন বন্ধ রাখার পর পুনরায় বাংলাবান্ধা স্থলবন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে বন্দরের কার্যক্রম শুরু হয়।

এর আগে গত ৩১ আগস্ট (সোমবার) ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে তাকে সম্মান জানিয়ে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) একদিনের জন্য আমদানি-রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের বাংলাবান্ধা ও এর বিপরীতে ভারতের ফুলবাড়ী স্থলবন্দর কর্তৃপক্ষ।

পঞ্চগড় আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা জানান, বাংলাবান্ধা-ফুলবাড়ীর স্থলবন্দরে ২০১১ সালের ২২ জানুয়ারি ইন্দো-বাংলা আন্তর্জাতিক বাণিজ্যের দ্বার উন্মোচন করে ইমিগ্রেশন চালুর ঘোষণা দিয়েছিলেন ভারতের সেই সময়ের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি। তাই তার মৃত্যুতে একদিনের জন্য বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়। বুধবার সকাল থেকে যথারীতি বন্দরের কার্যক্রম শুরু হয়েছে।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দেশের মানুষ ভালো আছে: অর্থমন্ত্রী

সপ্তাহের ব্যবধানে রিজার্ভ বাড়ল ৩৭ কোটি ৬৯ লাখ ডলার