বশেমুরবিপ্রবিতে স্থায়ী ভিসি নিয়োগ দাবি

বশেমুরবিপ্রবিতে স্থায়ী ভিসি নিয়োগ দাবি

গোপালগঞ্জ: গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) স্থায়ী ভিসি নিয়োগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতি অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন শুরু করেছে।

বুধবার (০২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি শুরু করে।

বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ভিসি নিয়োগ না হওয়া পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে আন্দোলনকারীরা জানিয়েছেন।

সংগঠনের সভাপতি তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক বি.এম আশিকুর রহমান জানান, বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের আপগ্রেডেশন পদোন্নতি নীতিমালা সংশোধন, বেতন স্কেল অনুযায়ী ওভার টাইম নীতিমালা প্রণয়ন, কর্মচারীদের কোয়াটার শতভাগ নিশ্চিতকরণ, দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের বেতন পরিশোধ এবং কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে স্থায়ী ভিসি নিয়োগ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের এ আন্দোলন অব্যাহত থাকবে।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি