চট্টগ্রাম নগরের আমিন জুট মিল সংলগ্ন এলাকার রেল লাইনের দুইপাশে অবৈধভাবে স্থাপন করা প্রায় চারশত অবৈধ ঘর উচ্ছেদ করা হয়। আজ সোমবার দুপুরে রেলওয়ে পূর্বাঞ্চলের ভূসম্পত্তি কর্মকর্তা মাহাবুবুল করিম ও জেলা প্রশাসেনর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুকের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়।
জেলা প্রশাসেনর নির্বাহি ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক বলেন, দীর্ঘদিন ধরে রেলওয়ের জায়গায় অবৈধভাবে দখল করে রাখছিলো একটি চক্র। অভিযান চালিয়ে প্রায় চারশত ঘর উচ্ছেদ করে প্রায় দেড় একর জায়গা উদ্ধার করা হয়েছে। জায়গা উদ্ধারের পর আবারও বেদখল না হওয়ার জন্য রেলওয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।