বাদ জোহর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। দীর্ঘদিন দৈনিক ইত্তেফাকে কাজ করা রাহাত খান ৮০ বছর বয়সে শুক্রবার মারা যান। শনিবার সকাল ১১টায় তার মরদেহ জাতীয় প্রেস ক্লাবের আনা হলে সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষজনের মধ্যে শোকের ছায়া নেমে আসে। প্রেস ক্লাবের সামনের প্রাঙ্গণে শ্রদ্ধা জানানোর আগে জানাজা অনুষ্ঠিত হয়।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ শ্রদ্ধা নিবেদন করে বলেন, “কথাসাহিত্যিক রাহাত খানের হঠাৎ চলে যাওয়া অপূরণীয় ক্ষতি। তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন।
“একজন প্রগতিশীল চিন্তা-চেতনার মানুষ, আজীবন প্রগতির পক্ষে, আজীবন বঙ্গবন্ধুর পক্ষে কথা বলেছেন, কলম ধরেছেন। তার এই মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।”
বাংলা একাডেমীর মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী বলেন, “রাহাত ভাই সাহিত্যের প্রতি নিবেদিত একজন মানুষ ছিলেন। জীবিকার তাড়নায় তিনি সাংবাদিকতা করতেন। অধ্যাপনা দিয়ে তিনি জীবন শুরু করেছিলেন। কিন্তু অধ্যাপনা পেশার সঙ্গে লেখালেখিকে মিলিয়ে তিনি জীবন ধারণে অস্বচ্ছলতা আসছিলো বলেই তিনি সাংবাদিকতায় আসেন।”
তিনি বলেন, “মুক্তিযুদ্ধের পর নতুন ধারার সাহিত্য নিয়ে, নতুন ধারার গল্প্-উপন্যাস নিয়ে যে ক‘জন আমাদের বাংলাদেশের সাহিত্যে আবির্ভূত হন রাহাত খান তার অন্যতম। রাহাত খানের সাহিত্য বিবেচনা কেবলমাত্র তখনই করা সম্ভব হবে যখন পরিপূর্ণভাবে একজন রাহাত খানকে পাঠ করা হবে।” সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী বলেন, “তিনি ছিলেন সাংবাদিক ও সম্পাদক। সুস্থ সাংবাদিকতা, নিরপেক্ষ সাংবাদিকতা এবং সর্বোপরি বস্তুনিষ্ঠতা ও নীতিনৈতিকতা মেনে এই সাংবাদিকতা পেশা করা সেটি ছিলো তার দৃঢ়চিত্তের প্রতিজ্ঞা।
“সাংবাদিকতার পাশাপাশি তিনি আমাদের সাহিত্য জগতে অন্যন্য একটি স্থান করে নিয়েছেন। তার কীর্তির মধ্য দিয়ে তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন।”
জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক স্বপন সাহাও প্রয়াতের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক শাহেদ চৌধুরীর পরিচালনায় সংক্ষিপ্ত শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীন, বাংলা একাডেমীর মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী ও প্রয়াত রাহাত খানের স্ত্রী অপর্ণা খান। জানাজার পর প্রয়াত সাংবাদিকের কফিনে আওয়ামী লীগের পক্ষ থেকে দলের যুগ্ম সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদের নেতৃত্বে প্রতিনিধিদল ফুল দেন। এসময়ে কেন্দ্রীয় নেতা অসীম কুমার উকিল, বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন। পরে সংস্কৃতি মন্ত্রণালয়, বাংলা একাডেমী, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেস ক্লাব, জাতীয় প্রেস ক্লাব কর্মচারী ইউনিয়ন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, উদীচীসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দেওয়া হয় রাহাত খানের কফিনে।
বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: শিশু সন্তানকে নিয়ে ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে মায়ের মৃত্যু দিনাজপুরের
| শিরোনাম কোন মন্তব্য নাইপ্রণব কুমার সাহা, মাদারীপুর জেলা প্রতিনিধি: দালালমুক্তসহ মাদক নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা
| শিরোনাম কোন মন্তব্য নাইপ্রণব কুমার সাহা, স্টাফ রিপোর্টার :মাদারীপুর জেলা পুলিশ সুপার মো.
| শিরোনাম কোন মন্তব্য নাইআরিফুল ইসলাম আরিফ, নীলফামারী:ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে নীলফামারীতে র্যাবের ক্রসফায়ারে
| শিরোনাম কোন মন্তব্য নাইহাকিম বাপ্পি,কুবিঃনানা আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও
| শিরোনাম কোন মন্তব্য নাইপ্রণব কুমার সাহা, স্টাফ রিপোর্টার:ঢাকার যাত্রাবাড়ী থেকে ফরিদপুরের ভাঙ্গা চৌরাস্তা।
| শিরোনাম কোন মন্তব্য নাইপ্রণব কুমার সাহা, স্টাফ রিপোর্টার:মাদারীপুরের শিবচরে সাবেক এক ইউপি সদস্য
| শিরোনাম কোন মন্তব্য নাইনোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাতীয়
| শিরোনাম কোন মন্তব্য নাইমাদারীপুর: মাদারীপুর জেলার রাজৈরে সাহেদ বেগ (৪০) হত্যা মামলায় দুই
| শিরোনামআন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান জনগণকে
| আন্তর্জাতিকআন্তর্জাতিক ডেস্ক : ইরানে প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ চলছে।
| আন্তর্জাতিকপ্রতিষ্ঠার রজতজয়ন্তী উদযাপন করবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। চলতি বছরের
| জাতীয়মৌলভীবাজারে ধর্ষণবিরোধী সমাবেশে ছাত্রলীগের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। এসময় মৌলভীবাজার
| শিরোনামনিজস্ব প্রতিবেদক : অতিরিক্ত ভাড়া আদায়কারী এবং নির্দেশনা প্রতিপালনে ব্যর্থ পরিবহনের
| রাজনীতি